• NEWS PORTAL

  • বুধবার, ০৫ নভেম্বর ২০২৫

রংপুর ৫: দুই ‘গোলাম রব্বানী’কে নিয়ে দ্বিধায় ভোটাররা!

প্রকাশিত: ২১:০১, ৪ নভেম্বর ২০২৫

ফন্ট সাইজ
রংপুর ৫: দুই ‘গোলাম রব্বানী’কে নিয়ে দ্বিধায় ভোটাররা!

রংপুর-৫ আসনে (মিঠাপুকুর উপজেলা) ধানের শীষের প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন মিঠাপুকুর উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক গোলাম রব্বানীর। অপরদিকে, জামায়াতে ইসলামীর প্রার্থী হয়েছেন রংপুর জেলা জামায়াতে ইসলামীর আমির ও সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক গোলাম রব্বানী। তবে, জামায়াতে ইসলামী অধ্যুষিত এ আসনটিতে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা প্রবল। কারণ, দুই রাজনৈতিক দলের প্রার্থীর নাম এবং পদবী একই।

এদিকে, বিএনপি এবং জামায়াতের দুই প্রার্থীর নাম এক হওয়ায় দ্বিধায় পড়বেন ভোটাররা। কারণ, প্রতীক আলাদা হলেও একই নাম হওয়ায় কিছুটা অসুবিধা হওয়ার কথা জানান রাজনৈতিক বিশ্লেষকরা।

জানা যায়, মিঠাপুকুর উপজেলার ১৭টি ইউনিয়ন নিয়ে গঠিত রংপুর-৫ আসন। স্বাধীনতার পর অধিকাংশ সময় এই আসন আওয়ামী লীগ ও জাতীয় পার্টির দখলে ছিল। বিএনপি থেকে ১৯৭৯ সালের নির্বাচনে সাংবাদিক মুক্তিযোদ্ধা খন্দকার গোলাম মোস্তফা বাটুল একবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিল। এবার সেই হারানো আসন পুনরুদ্ধারে চমক দেখাতে চান একই নামে দুই দলের দুই ব্যক্তি।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2