বিএনপির চার নেতা বহিষ্কারের প্রেস বিজ্ঞপ্তি ভুয়া, যা জানা গেল
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) একটি ভুয়া প্রেস বিজ্ঞপ্তি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দলের ভাবমূর্তি নষ্ট করার অপচেষ্টা চালানো হয়েছে বলে মনে করছেন বিএনপি নেতারা।
মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই তথাকথিত বিজ্ঞপ্তিতে মেহেরপুর জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টনসহ চারজন নেতাকে বহিষ্কারের দাবি করা হয়।
কেন্দ্রীয় বিএনপি নেতারা জানিয়েছেন বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন ও ভুয়া। বিভ্রান্তি সৃষ্টি ও রাজনৈতিক উদ্দেশ্যে কেউ পরিকল্পিতভাবে এ ধরনের মিথ্যা বিজ্ঞপ্তি তৈরি করে ছড়িয়ে দিয়েছে। এতে দলের ভাবমূর্তি নষ্ট করার অপচেষ্টা চালানো হয়েছে।
স্থানীয় বিএনপি নেতারা এ ঘটনায় দায়ীদের শনাক্ত করতে কেন্দ্রীয় দফতরের সঙ্গে যোগাযোগ করেছেন।
দলীয় সূত্রে জানা গেছে, ভুয়া বিজ্ঞপ্তিতে ব্যবহৃত স্বাক্ষর ও লেটারহেডও জালিয়াতির মাধ্যমে নকল করা হয়েছে।
বিভি/টিটি




মন্তব্য করুন: