নির্বাচন ব্যাহত করতে একটি গোষ্ঠী ষড়যন্ত্র করছে: আমীর খসরু
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নির্বাচন ব্যাহত করতে একটি গোষ্ঠী ষড়যন্ত্র করছে। বিগত দিনের পরাজিত শক্তি কখনোই নির্বাচনে জিততে পারবে না। তাই তারা নির্বাচনকে বিলম্বিত করতে এবং দেশের মানুষের মালিকানা ফিরিয়ে দেওয়ার জন্য জনগণের ১৭ বছরের ত্যাগকে বাধাগ্রস্ত করতে চাইছে।
শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় চট্টগ্রামের বাঁশখালী জলদি পাইলট হাই স্কুল মাঠে দক্ষিণ জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক মন্ত্রী মরহুম জাফরুল ইসলাম চৌধুরীর স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এসময় আমীর খসরু মাহমুদ চৌধুরী সবাইকে চোখ-কান খোলা রেখে জনগণের দুয়ারে দুয়ারে গিয়ে ধানের শীষের জয় নিশ্চিত করার আহ্বান জানান। একই সাথে আগামী নির্বাচনে বাঁশখালী আসনের বিএনপির প্রার্থী ও মরহুম জাফরুল ইসলাম চৌধুরীর সন্তান মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পাকে বিজয় করার আহ্বান জানান।
দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও মরহুম জাফরুল ইসলাম চৌধুরীর সন্তান জহিরুল ইসলাম চৌধুরী আলমগীরের সভাপতিত্বে স্বরণ সভায় বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক ইদ্রিস মিয়া, বাঁশখালী আসনের বিএনপির প্রার্থী মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা, পটিয়া আসনে বিএনপির প্রার্থী এনামুল হক এনামসহ অন্যরা।
বিভি/পিএইচ




মন্তব্য করুন: