ঢাকা-৮ আসনের প্রার্থী হচ্ছেন আলোচিত রিকশাচালক সুজন
ঢাকা-৮ আসনের প্রার্থী হতে এনসিপির মনোনয়ন ফরম কিনলেন জুলাইয়ের আলোচিত রিকশাচালক সুজন। বৃহস্পতিবার (২০ নভেম্বর) মনোনয়ন কেনার আগে নিজেই এই ঘোষণা দেন তিনি।
জানা যায়, রিকশাচালক সুজন প্রতীকী স্যালুটের মাধ্যমে রাতারাতি সামাজিক মাধ্যমে জনপ্রিয়তা ও ভালোবাসা অর্জন করেছিলেন। সেই জনপ্রিয়তাকেই পুঁজি করে তিনি নির্বাচনে জয়ী হওয়ার বিষয়ে আশাবাদী।

এর আগে, জুলাই অভ্যুত্থানে মারাত্মকভাবে আহত হওয়া খোকন চন্দ্র বর্মণও একই দল থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। খোকন বর্তমানে চিকিৎসার জন্য রাশিয়ায় অবস্থান করছেন।
উল্লেখ্য, জাতীয় নাগরিক পার্টি থেকে মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন আজ। এনসিপির মুখ্য সমন্বয়ক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, দলটি তিন হাজার মনোনয়নপত্র বিক্রির লক্ষ্যমাত্রা নিয়েছে।
বিভি/পিএইচ




মন্তব্য করুন: