খালেদা জিয়ার সুস্থতা কামনায় জাতীয় হিন্দু মহাজোটের প্রার্থনা
মহান মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ঈশ্বরের নিকট প্রার্থনা করেছে।
বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গত ২৩ নভেম্বর ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ২৭ নভেম্বর শারীরিক অবস্থা সংকটাপন্ন হলে তাঁকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নেয়া হয়।
এক বিজ্ঞপ্তিতে জাতীয় হিন্দু মহাজোট জানিয়েছে, গণমাধ্যম সূত্রে আমরা জানতে পেরেছি যে, তিনি ফুসফুসের সংক্রমণ নিউমোনিয়া এবং শ্বাসকষ্ট জনিত জটিলতায় ভুগছেন। উপরন্তু তাঁর লিভার, কিডনি ও হার্টের পুরোনো জটিলতা থাকায় তার বর্তমান অবস্থাকে চিকিৎসকরা অত্যন্ত সংকটাপন্ন হিসেবে অভিহিত করেছেন। দেশের একজন প্রবীণ রাজনীতিবিদ এবং সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এই গুরুতর অসুস্থতায় হিন্দু মহাজোট গভীর উদ্বেগ প্রকাশ করেছে।
সু-মহান মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী- বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট (বাজাহিম) কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে পরম করুণাময় মহান ঈশ্বরের নিকট তাঁর আশু রোগমুক্তি ও সুস্থতা কামনা করছি।
পরম করুনাময় মহান ঈশ্বরের নিকট প্রার্থনা করি, যেন তাঁকে শারীরিক সংকট থেকে কাটিয়ে ওঠার শক্তি প্রদান করেন এবং দ্রুত সুস্থ্য হয়ে আমাদের মাঝে ফিরে আসেন।
বিভি/এজেড




মন্তব্য করুন: