• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫

মাদারীপুর-১ আসনে বিএনপির নতুন প্রার্থী কে এই নাদিরা?

প্রকাশিত: ১৯:৪৩, ৪ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
মাদারীপুর-১ আসনে বিএনপির নতুন প্রার্থী কে এই নাদিরা?

স্থগিত থাকা মাদারীপুর-১ আসনে এবার নতুন প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি। মাত্র এক দিনের ব্যবধানে মনোনয়ন স্থগিতের ঘটনায় আলোচনার ঝড় উঠেছিল যে আসনে, সেখানেই শেষ পর্যন্ত কামাল জামান মোল্লার পরিবর্তে প্রার্থী হলেন শিবচরের পরিচিত রাজনৈতিক মুখ নাদিরা মিঠু।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সবশেষ ৩৬টি আসনের তালিকা প্রকাশ করেন। সেই তালিকাতেই মাদারীপুর-১ আসনে নাদিরা মিঠুর নাম ঘোষণা করা হয়।
 
নাদিরা মিঠু মাদারীপুরের শিবচর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মরহুম নাজমুল হুদা মিঠু চৌধুরীর স্ত্রী। তিনি বর্তমান মাদারীপুর জেলা বিএনপির সদস্য এবং শিবচর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক। স্থানীয় রাজনীতিতে দীর্ঘদিন সক্রিয় থাকা নাদিরা মিঠু আগে উপজেলা নির্বাচনেও বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

এর আগে ৩ নভেম্বর কামাল জামান মোল্লাকে মনোনয়ন ঘোষণা করলেও ঠিক একদিন পর তা স্থগিত করে হাইকমান্ড। এরপর থেকেই স্থানীয় নেতাকর্মীদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দেয় এবং আন্দোলনের ঘটনাও ঘটে। তবে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত নারী নেতৃত্বকেই এগিয়ে দিলো বিএনপি।

বিভি/এজেড

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2