• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫

ঢাকা-৯ আসনে বিএনপির প্রার্থী ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ

প্রকাশিত: ১৯:৫৪, ৪ ডিসেম্বর ২০২৫

আপডেট: ১৯:৫৫, ৪ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
ঢাকা-৯ আসনে বিএনপির প্রার্থী ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ

ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ

ত্রয়োদশ জাতীয় নির্বাচন সামনে রেখে দ্বিতীয় ধাপে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। নতুন ঘোষিত তালিকায় রয়েছে ৩৬টি আসন। যার মধ্যে রয়েছে ঢাকার ৪টি। এর মধ্যে ঢাকা-৯ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ। 

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকালে চেয়ারপার্সনের গুলশান কার্যালয় থেকে দ্বিতীয় ধাপের ৩৬ জনের প্রার্থী তালিকা ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ঢাকা-৯ আসনের অন্তর্গত সবুজবাগ (ডিএসসিসি ওয়ার্ড ১-৬ ও ৭১-৭৪), মতিঝিল (ডিএসসিসি ওয়ার্ড ৭) ও ডেমরার ডিএসসিসি ওয়ার্ড ৭৫।

এর আগে ঢাকার ১৩ আসেন প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। তারা হলেন ঢাকা-১ আসনে খন্দকার আবু আশফাক, ঢাকা-২ আমানউল্লাহ আমান, ঢাকা-৩ গয়েশ্বর চন্দ্র রায়, ঢাকা-৪ তানভীর আহমেদ রবিন, ঢাকা-৫ নবীউল্লাহ নবী, ঢাকা-৬ ইশরাক হোসেন, ঢাকা-৮ মির্জা আব্বাস, ঢাকা-১১ এম কাইয়ুম, ঢাকা-১২ সাইফুল আলম নীরব, ঢাকা-১৪ সানজিদা ইসলাম তুলি, ঢাকা-১৫ শফিকুল ইসলাম খান, ঢাকা-১৬ আমিনুল হক এবং ঢাকা-১৯ আসনে দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন।

আজ ঢাকার আরো চার আসনে প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। ঢাকা-৯ আসনে হাবিবুর রশিদ ছাড়াও রয়েছেন ঢাকা-৭ আসনে হামিদুর রহমান,  ঢাকা-১০ আসনে শেখ রবিউল আলম, ঢাকা-১৮ আসনে এস এম জাহাঙ্গীর হোসেন।

ঢাকা-১৩, ১৭, ও ২০ আসনের প্রার্থী পরে ঘোষণা করা হবে।

বিভি/এজেড

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2