বিএনপির শপথ আইনের শাসন প্রতিষ্ঠা ও মানুষের অধিকার নিশ্চিত করা: সালাহউদ্দিন আহমদ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে, সেই মুক্ত পরিবেশে আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনে ভোট দিয়ে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে। কক্সবাজার-১ আসন নিজ নির্বাচনী এলাকায় চতুর্থ দিনের মতো গণসংযোগে পথসভায় এ কথা বলেন।
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার ১ আসনের ধানের শীষের প্রার্থী সালাহউদ্দিন আহমদ চকরিয়া উপজেলা কোনাখালী ও বিএমচর ইউনিয়নের বেশ কয়েকটি ওয়ার্ডে গণসংযোগ শেষে বহদ্দারকাটা স্কুল ষ্টেশনে পথসভায় সালাহউদ্দিন আহমদ বলে বাংলাদেশে এখন উৎসবমুখর নির্বাচনে ভোট প্রয়োগের পরিবেশ হয়েছে। ১৬/১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে দেশ স্বৈরাচার ফ্যাসিবাদ মুক্ত হয়েছে, শেখ হাসিনা দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। বিএনপির শপথ, শহীদের শপথ আগামী দিনে আইনের শাসন প্রতিষ্ঠা হবে।
এদেশের সকল মানুষকে অধিকার নিশ্চিত করা হবে। তিনি আরো বলেন, মানুষ স্বাধীনভাবে ভোট দেয়ার অধিকার ফিরে পেয়েছে। আগামী জাতীয় নির্বাচনে ভোট প্রয়োগ করতে হবে। সালাহউদ্দিন আহমদ এসময় সকলের কাছে ধানের শীষে ভোট চাইছেন।
বিভি/এজেড




মন্তব্য করুন: