জামায়াতের প্রার্থী হওয়ায় প্রাণনাশের হুমকি পাচ্ছেন, দাবি কৃষ্ণ নন্দীর
ভারতনিবাসী ওয়ার্ল্ড হিন্দু স্ট্রাগলের প্রতিষ্ঠাতা শিপন কুমার বসুর বক্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন খুলনা-১ আসনের জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী বাবু কৃষ্ণ নন্দী।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে আয়োজিত এ সংবাদ সম্মেলনে বাবু কৃষ্ণ নন্দী বলেন, শিপন কুমার বসু একজন আন্তর্জাতিক ব্ল্যাকমেইলার এবং চাঁদাবাজ। তিনি বিভিন্ন কৌশলে তার ফোন নম্বর সংগ্রহ করে অকথ্য ভাষায় গালিগালাজ ও জীবননাশের হুমকি দিয়েছেন। কারণ হিসেবে উল্লেখ করেন, হিন্দু হয়েও তিনি জামায়াতে ইসলামীতে যোগ দেওয়ায় তাকে উদ্দেশ্য করে ভিত্তিহীন অপপ্রচার চালানো হচ্ছে।
কৃষ্ণ নন্দী আরও বলেন, তার জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতায় ঈর্ষান্বিত কিছু মহল এআই প্রযুক্তি ব্যবহার করে ভুয়া ছবি বানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ছড়াচ্ছে। তিনি এসব অপপ্রচারের তীব্র নিন্দা জানিয়ে দেশবাসীকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে তিনি জানান—১ ডিসেম্বর খুলনায় অনুষ্ঠিত বিভাগীয় সম্মেলনে জামায়াতে ইসলামের আমীর ড. শফিকুর রহমান তাকে খুলনা-১ আসনের প্রার্থী হিসেবে ঘোষণা করেন। এতে প্রমাণিত হয় যে জামায়াতে ইসলামী একটি অসাম্প্রদায়িক রাজনৈতিক দল, যেখানে ধর্ম-বর্ণ বৈষম্যের কোনো স্থান নেই। মনোনয়ন পাওয়ার পর হিন্দু সম্প্রদায়ের মধ্যেও ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে বলে দাবি করেন তিনি।
এসময় তিনি জানান, আগের প্রার্থী মাওলানা শেখ মোহাম্মদ আবু ইউসুফ তাকে পূর্ণ সমর্থন দিয়েছেন এবং দু’জন মিলে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন।
কৃষ্ণ নন্দী বলেন, ব্যাপক জনসমর্থন নিয়ে তিনি বিজয়ের প্রত্যাশা করেন। নির্বাচিত হলে দাকোপ-বটিয়াঘাটার মানুষের উন্নয়ন ও অধিকার নিশ্চিত করাই হবে তার প্রধান লক্ষ্য। সংবাদ সম্মেলনের শেষে তিনি সবার দোয়া ও সহায়তা কামনা করেন। শিপন বসু সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে কৃষ্ণ নন্দীর বিরুদ্ধে নেতিবাচক নানা কথা বলেন।
বিভি/এজেড




মন্তব্য করুন: