জাপার পদত্যাগকারী নেতা তারেক আদেল ঢাকা-৭ আসনে এনসিপির প্রার্থী
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৭ আসন থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনয়ন পেয়েছেন ব্যবসায়ী তারেক এ আদেল।
গতকাল বুধবার সকালে এনসিপি প্রথম ধাপে ১২৫ জন প্রার্থীর নাম প্রকাশ করেছে। সেখানে ঢাকা-৭ থেকে তারেক এ আদেল স্থান পেয়েছেন।
জাতীয় পার্টির দলীয় ওয়েব সাইটে উপদেষ্টা পদে এখনো তারেক এ আদেলের নাম ও ছবি রয়েছে। ওয়েবসাইটে তার বর্তমান পদ উপদেষ্টা হিসেবে উল্লেখ রয়েছে।
অথচ ৭ মাস আগে চলতি বছরের ১৪ মে জাতীয় পার্টির সকল পদ থেকে পদত্যাগ করেন তারেক এ আদেল। ২৪ জানুয়ারি আওয়ামী লীগের অধীনে নির্বাচনে অংশ নেয়াকে কেন্দ্র করেই জাতীয় পার্টির হাইকমান্ডের সাথে মতপার্থক্য হয় তার। তারেক আদেল চেয়েছিলেন এমন পাতানো নির্বাচনে জাতীয় পার্টি যেনো আর অংশ না নেন।

তার বাবা জাহাঙ্গীর মোহাম্মদ আদেল ছিলেন বাংলাদেশের একজন রাজনীতিবিদ। তিনি ১৯৭৯ সালে ঢাকা-১২ আসনে আওয়ামী লীগ প্রার্থী মেয়র হানিফকে হারিয়ে এমপি হন। এসময় তিনি বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। পরবর্তীতে জাতীয় পার্টিতে যোগ দেন। ১৯৮৬ সালে শেখ হাসিনাকে পরাজিত করে আবারো সংসদ সদস্য হন তারেক আদেলের বাবা জাহাঙ্গীর মোহাম্মদ আদেল। তিনি ঢাকা-৭ আসনেরও সংসদ সদস্য ছিলেন। ছিলেন অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের ডেপুটি মেয়র।
মনোনয়ন ঘোষণাকালে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেন, আমরা মনোনয়ন পত্র বিতরণের কাজ শেষ করেছি। আজ যাদের নাম প্রকাশ করবো তাদের বিরুদ্ধে যদি অভিযোগ থাকে, সেটা তদন্ত করে প্রার্থিতা বাতিল করবো।
দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, আমাদের দলের যেই জায়গায় নমিনেশন দেওয়া হয়নি বা দেওয়া হয়েছে, সেই জায়গায় যদি আমরা আরো ভালো ক্যান্ডিডেট পাই বা কারও বিরুদ্ধে অভিযোগ থাকে তাকে বাতিল করা হবে।
বিভি/এজেড




মন্তব্য করুন: