• NEWS PORTAL

  • শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫

হাদি শুধু একজন মানুষ নয়, সংগ্রাম ও সাহসের প্রতিচ্ছবি: মুশফিকুল ফজল

প্রকাশিত: ২১:৫০, ১২ ডিসেম্বর ২০২৫

আপডেট: ২১:৫৫, ১২ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
হাদি শুধু একজন মানুষ নয়, সংগ্রাম ও সাহসের প্রতিচ্ছবি: মুশফিকুল ফজল

ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে হত্যাচেষ্টা করা হয়েছে। গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে আছেন হাদি। তার এই হামলার ঘটনাকে কাপুরুষোচিত এবং বর্বর আখ্যা দিয়ে মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী বলেছেন, হাদি শুধু একজন মানুষ নয়, সংগ্রাম ও সাহসের প্রতিচ্ছবি।

শুক্রবার (১২ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে মুশফিকুল ফজল লিখেছেন, হাদির ওপর আক্রমণ কাপুরুষোচিত এবং বর্বর। হাদি শুধু একজন মানুষ নয়- একটি প্রতিশ্রুতিশীল প্রজন্মের মুখ, সংগ্রাম ও সাহসের প্রতিচ্ছবি।

তিনি আরও লিখেছেন, হাদির নিরাপত্তা নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব। অযথা ব্লেম-গেমে শামিল না হয়ে প্রকৃত অপরাধীকে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা এবং গণতন্ত্র, নির্বাচন ও আইনের শাসনবিরোধী এ ঘটনার পেছনের মূল হোতাদের চিহ্নিত করতে সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে সরকারকে সহযোগিতা করা জরুরি।

এরপর আক্রমণের শিকার হওয়া হাদির পরিবারের প্রতি সহমর্মিতা জানিয়ে মুশফিকুল ফজল বলেছেন, এই সংকটময় মুহূর্তে আমরা তার পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করছি। কামনা করছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহ।

এর আগে শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগর এলাকায় রিকশাযোগে যাওয়ার পথে গুলিবিদ্ধ হন হাদি। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, তার রিকশার পেছন থেকে মোটরসাইকেলে এসে দুই যুবক খুব কাছ থেকে তার মাথায় গুলি করে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অস্ত্রোপচার শেষে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে হাদিকে।

বিভি/এজেড

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2