২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান: মির্জা ফখরুল
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার (১২ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে বিএনপির চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন দলটির তিনি।
তিনি বলেন, শুক্রবার সন্ধ্যায় বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। সংবাদ সম্মেলনে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির ওপর হামলার তীব্র নিন্দা জানান মির্জা ফখরুল।
মির্জা ফখরুল আরও বলেন, নির্বাচনকে বানচাল করার উদ্দেশ্যেই তার ওপর এই হামলা চালানো হয়েছে। এছাড়া, হাসপাতালে মির্জা আব্বাস তাকে দেখতে গেলে সেখানে অসদাচরণ করা হয়েছে। বিএনপি এ ঘটনার তীব্র প্রতিবাদ জানায়।
হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি আরও বলেন, ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঘটলে বিএনপি চুপ করে বসে থাকবে না।
বিভি/পিএইচ




মন্তব্য করুন: