• NEWS PORTAL

  • শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫

এভারকেয়ারে হাদির পরিবারের সঙ্গে দেখা করলেন ডা. জুবাইদা

প্রকাশিত: ২২:১৬, ১২ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
এভারকেয়ারে হাদির পরিবারের সঙ্গে দেখা করলেন ডা. জুবাইদা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে। এই হাসপাতালে হাদির ছোট ভাই ওমর, ছোট বোনের সাথে দেখা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। এসময় বিএনপি পরিবারের আহবায়ক আতিকুর রহমান রুমন, ডা.আমানুল্লাহ উপস্থিত ছিলেন।

এর আগে শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বিজয়নগর এলাকায় রিকশাযোগে যাওয়ার পথে গুলিবিদ্ধ হন হাদি। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, তার রিকশার পেছন থেকে মোটরসাইকেলে এসে দুই যুবক খুব কাছ থেকে তার মাথায় গুলি করে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

এভারকেয়ার হাসপাতালে নেওয়ার আগে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, গুলিটি হাদির মাথার ডান দিক দিয়ে ঢুকে বাম কানের পাশ দিয়ে বেরিয়ে গেলেও এর দুই-একটি অংশবিশেষ এখনো মস্তিষ্কের ভেতরে রয়ে গেছে।

শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢামেক হাসপাতাল থেকে হাদিকে বহনকারী অ্যাম্বুলেন্সটি রাত ৮টার দিকে এভারকেয়ারে পৌঁছায়।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2