স্বরাষ্ট্র উপদেষ্টার পদে থাকার নৈতিক অধিকার নেই: নাহিদ
ওসমান হাদিকে গুলির পর স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি উঠেছে। তার আর পদে থাকার নৈতিক অধিকার নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
সোমবার (১৫ ডিসেম্বর) ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির গুলির প্রতিবাদে কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত কর্মসূচিতে নাহিদ ইসলাম এসব কথা বলেন।
তিনি বলেন, ওসমান হাদি গুলির ঘটনা বিচ্ছিন্ন না। প্রধান নির্বাচন কমিশনকে তার বক্তব্য প্রত্যাখান করতে হবে।
এই কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব না বলেও মন্তব্য করেন তিনি।
নাহিদ বলেন, ১৬ ডিসেম্বর বিজয় দিবসে উৎসব নয় প্রতিরোধের র্যালি হবে। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে রাজপথে থাকতে হবে। ভারতের স্বাধীনতা, সার্বভৌমত্ব বাংলাদেশের ওপর নির্ভরশীল।
বিভি/টিটি




মন্তব্য করুন: