জুলাই যোদ্ধাদের নিরাপত্তা দেবে বিএনপি: মির্জা ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, চব্বিশের জুলাই যোদ্ধাদের অনেকে আশঙ্কায় আছে, আমরা নিশ্চিত করতে চাই বিএনপি ক্ষমতায় এলে জুলাই যোদ্ধাদের নিরাপত্তা দেওয়া হবে।
সোমবার (১৫ ডিসেম্বর) এ বক্তব্য দেন মির্জা ফখরুল।
তিনি বলেন, যারা একাত্তরে স্বাধীনতার বিরোধিতা করেছিল তারা নতুন করে স্বাধীনতাকে নস্যাত করতে চায়। আগামী নির্বাচনে সিদ্ধান্ত নিতে হবে, আমরা উদারনীতির বাংলাদেশ গড়ে তুলবো নাকি পশ্চাৎপদ বাংলাদেশ চাই।
মির্জা ফখরুল বলেন, হাদিকে গুলি করা ঘাতককে চিহ্নিত করা হয়েছে, অথচ তারা বিএনপিকে এর সাথে জড়ানোর ষড়যন্ত্র করেছিল।
বিভি/টিটি




মন্তব্য করুন: