বাগেরহাটে প্রথম মনোনয়ন ফরম সংগ্রহ করলেন জামায়াত প্রার্থী রাহাদ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাটে প্রথম মনোনয়ন ফরম সংগ্রহ করলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী শেখ মঞ্জুরুল হক রাহাদ।
সোমবার (১৫ ডিসেম্বর) বিকালে বাগেরহাট-২ (কচুয়া ও সদর) আসনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের দপ্তরে দায়িত্ব প্রাপ্ত সহকারি কমিশনার মোঃ মোত্তালেব হোসেনের কাছ থেকে তিনি মনোনয়ন পত্র সংগ্রহ করেন। এসময় জামায়াত ইসলামী নেতা অধ্যাপক শহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।
মনোনয়ন পত্র সংগ্রহ শেষে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী শেখ মঞ্জুরুল হক রাহাদ বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র করেছি। বিভিন্ন দল ও মতের প্রার্থীরা এই নির্বাচনে অংশগ্রহন করবে। আমরা আশাকরি সকলের সহযোগিতায় একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে।
বিভি/এজেড




মন্তব্য করুন: