• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫

স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম নিয়ে ফেরার পথে সাবেক যুবলীগ নেতা গ্রেফতার

মাগুরা প্রতিনিধি

প্রকাশিত: ২০:৪৯, ১৫ ডিসেম্বর ২০২৫

আপডেট: ২০:৫৭, ১৫ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম নিয়ে ফেরার পথে সাবেক যুবলীগ নেতা গ্রেফতার

মাগুরা–১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহের কয়েক ঘণ্টার মধ্যেই গ্রেফতার হয়েছেন শ্রীপুর উপজেলার শ্রীকোল ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান কুতুবুল্লাহ হোসেন মিঞা কুটি। সোমবার দুপুরে মাগুরা জেলা প্রশাসকের কার্যালয় থেকে বেরিয়ে গ্রামের বাড়ি ফেরার পথে শ্রীপুরের টেঙ্গাখালি এলাকায় তাকে আটক করে ডিবি পুলিশ।

গ্রেফতারকৃত কুতুবুল্লাহ হোসেন মিঞা কুটি শ্রীপুর উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক এবং একাত্তরের মুক্তিযুদ্ধে শ্রীপুর আঞ্চলিক বাহিনীর অধিনায়ক আকবর হোসেন মিঞার পুত্র। দুপুরে তিনি জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদের কাছ থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেন। পরে কার্যালয় ত্যাগের সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

এ সময় তিনি জানান, ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে তিনি মাগুরা–১ আসনে আওয়ামী লীগ প্রার্থী প্রফেসর ডা. সিরাজুল আকবরের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেন। তার দাবি, সে সময় জনগণের সমর্থন পেলেও ফল ঘোষণায় নৌকা মার্কার প্রার্থীর নাম ঘোষণা করা হয়। এছাড়া সর্বশেষ ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা মার্কার প্রার্থী কাজী তারিকুল ইসলামের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হয়ে বিজয়ী হয়ে বর্তমানে চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। এলাকায় তার জনপ্রিয়তা থাকা সত্ত্বেও বিগত সময়ে আওয়ামী লীগের দ্বারা তিনি এবং তার পরিবার নির্যাতিত। বর্তমান সরকারকে নিরপেক্ষ মনে করে নির্বাচনে অংশ নিচ্ছেন।

এ বিষয়ে মাগুরা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান জানান, সদর থানায় দায়ের করা একটি বৈষম্যবিরোধী মামলায় কুতুবুল্লাহ হোসেন মিঞা কুটিকে গ্রেফতার করা হয়েছে।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2