ভারতের বিজয় দাবি করা মোদির পোস্টের তীব্র প্রতিক্রিয়া শিবির সভাপতির
১৬ ডিসেম্বর বাংলাদেশের মহান বিজয় দিবসকে ভারতের বিজয় দাবি করে ফেসবুক পোস্ট করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ মোদি। বিজয় বাংলাদেশের হলেও পুরো পোস্টের কোথাও বাংলাদেশের নাম উল্লেখ না করে বাংলাদেশকে ভারতের অংশ হিসেবে ইঙ্গিত করেছেন মোদি। যা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া পোস্টে শিবির সভাপতি লিখেছেন, ‘আমার দেশের কৃষক, শ্রমিক, ছাত্র-জনতা রক্ত ও জীবন দিয়ে যে বিজয় অর্জন করলো, তার পুরোটাই মো'দি'রা নিজেদের দাবি করে বসলো। এই বিজয় না কি ইন্ডিয়ার!! ১৯৭১-এর ত্যাগ-কুরবানী আধিপত্যবাদী শক্তি ও তাদের দালালরাই ম্লান করেছে। চেতনার কার্ড দিয়ে ব্যবসা করেছে। আমাদের বোকা বানিয়েছে।’
জাহিদুল ইসলাম আরো লিখেছেন, ‘৩৬ জুলাই এ জমিনে পাকিস্তানপন্থা কিংবা ভারতপন্থার কবর রচনা করেছে। ফুল স্টপ হেয়ার। এখানে শুধুই বাংলাদেশপন্থার আলাপ হবে৷ বিশ্বের মাজলুম উম্মাহর আজাদির আলাপ হবে। ১৯৭১ পরবর্তী অপ্রাপ্তি ৩৬ জুলাই প্রজন্ম পূরণ করবে ইনশাআল্লাহ। চূড়ান্ত আজাদিই এই প্রজন্মের লক্ষ্য।’
এর আগে ১৬ ডিসেম্বর সকালে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে নিজের ভেরিফাইড ফেসবুক পেজ ও এক্স একাউন্টে পোস্ট করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মোদি তার ফেসবুক পোস্টে লিখেন, ‘বিজয় দিবসে আমরা আমাদের সেই সাহসী সেনাদের স্মরণ করছি, যাদের সাহসিকতা এবং আত্মত্যাগ ১৯৭১ সালে ভারতের এক ঐতিহাসিক বিজয় নিশ্চিত করেছিল। তাদের দৃঢ় মনোবল ও নিস্বার্থ সেবা আমাদের দেশকে রক্ষা করেছে এবং আমাদের ইতিহাসে একটি গৌরবান্বিত মুহূর্ত খোদাই করেছে। এই দিনটি তাদের সাহসকে সম্মান জানায় এবং তাদের অসাধারণ মনোবলকে মনে করিয়ে দেয়। সেনাদের এই বীরত্ব ভারতের বহু প্রজন্মকে অনুপ্রাণিত করে চলেছে।’
নরেন্দ্র মোদির এই ফেসবুক পোস্ট নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করছেন বাংলাদেশের নেটিজেনরা। এ ঘটনায় ভারতকে জবাবদিহিতা করারও দাবি জানিয়েছেন অনেকে।
বিভি/এজেড




মন্তব্য করুন: