মঙ্গলবার লন্ডনে তারেক রহমানের শেষ কর্মসূচি
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মঙ্গলবার (১৬ ডিসেম্বর) লন্ডনে তার শেষ দলীয় কর্মসূচিতে অংশ নেবেন। মহান বিজয় দিবস উপলক্ষে যুক্তরাজ্যে অবস্থানরত বিএনপির নেতাকর্মীদের সঙ্গে বিকেল ৫টায় লন্ডনের সিটি প্যাভিলিয়নে আয়োজিত এক আনুষ্ঠানিক কর্মসূচিতে যোগ দেবেন তিনি।
দেশে ফেরার আগে এটিই হবে লন্ডনে তারেক রহমানের শেষ রাজনৈতিক কর্মসূচি। এ সময় তিনি উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করবেন।
লন্ডনের স্থানীয় বিএনপি নেতারা জানিয়েছেন, এ অনুষ্ঠানের মধ্য দিয়ে যুক্তরাজ্যে অবস্থানরত দলীয় নেতাকর্মীদের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নেবেন তারেক রহমান। সময়স্বল্পতার কারণে কমিউনিটি ও সুধীজনদের সঙ্গে আলাদা কোনো অনুষ্ঠানের আয়োজন রাখা হয়নি।
যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খসরুজ্জামান খসরু বলেন, দেশে ফেরার আগে লন্ডনে তারেক রহমানের সম্ভাব্য শেষ জনসভাকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও আগ্রহ সৃষ্টি হয়েছে। অনুষ্ঠান সফল করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক। সভা পরিচালনা করবেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ।
এদিকে আগামী ২৪ ডিসেম্বর লন্ডনের কিংস্টনের বাসা থেকে হিথ্রো বিমানবন্দরের উদ্দেশে যাত্রাকালে নেতাকর্মীরা তারেক রহমানকে বিদায় জানাবেন।
বিভি/এজেড




মন্তব্য করুন: