বিএনপির অফিস ভাঙচুর, কৃষকলীগ নেতা গ্রেফতার
মাদারীপুরের ডাসার উপজেলায় সামাদ ব্যাপারী (৫২) নামে এক কৃষকলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাতে উপজেলার কাজীবাঁকাই ইউনিয়নের পশ্চিম মাইজপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত সামাদ ব্যাপারী উপজেলার পশ্চিম মাইজপারা গ্রামের ফটিক ব্যাপারীর ছেলে এবং তিনি দীর্ঘদিন যাবত কাজীবাঁকাই ইউনিয়ন কৃষকলীগের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।
এ ব্যাপারে ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, ডাসার উপজেলা বিএনপির অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় কৃষকলীগ নেতা সামাদ ব্যাপারীকে গ্রেফতার করা হয়। বুধবার বিকালে তাকে মাদারীপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বিভি/টিটি




মন্তব্য করুন: