• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫

রংপুর-৩ আসনে আবারও মনোনয়ন ফরম তুললেন তৃতীয় লিঙ্গের রানী

প্রকাশিত: ২৩:৩৪, ১৭ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
রংপুর-৩ আসনে আবারও মনোনয়ন ফরম তুললেন তৃতীয় লিঙ্গের রানী

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তৃতীয় লিঙ্গের আনোয়ারা ইসলাম রানী।

বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে রংপুর নির্বাচন অফিস থেকে তিনি এই মনোনয়নপত্র সংগ্রহ করেন।

মনোনয়ন ফরম তোলার পর আনোয়ারা ইসলাম রানী বলেন, ‘আপনাদের ভালোবাসা ও উৎসাহ পেয়ে আজ রংপুর-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছি। কোনো ক্ষমতার জোরে বা কোনো দলের ছায়ায় নয়; শুধু মানুষের ভালোবাসা, বিশ্বাস ও ন্যায়ের শক্তিকে সঙ্গী করে আমি রাজনীতি করতে এসেছি। আমি সুবিধাভোগী হতে আসিনি, এসেছি মানুষের কথা বলার জন্য, অবহেলিত কণ্ঠের ভাষা হওয়ার জন্য।’
 
তিনি আরও বলেন, ‘আমার কোনো পিছুটান নেই, কোনো সংসার নেই। তাই পুরোটা সময়, শক্তি ও দায়বদ্ধতা আমি উৎসর্গ করতে চাই রংপুর-৩ আসনের মানুষের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার সংগ্রামে। সকল প্রান্তিক ও পিছিয়ে রাখা জনগোষ্ঠীকে প্রান্তিকতা থেকে মুক্তি দেয়ার এই সংগ্রাম আমার ব্যক্তিগত নয়; এটি একটি মানবিক দায় ও ন্যায়ের আন্দোলন।’
 
তরুণদের উদ্দেশ্যে রানী বলেন, ‘কর্মহীন বেকার যুবক ও যুবতীদের জন্য সম্মানজনক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করব, যাতে তরুণ প্রজন্ম নিজ দেশেই স্বাবলম্বী হয়ে উঠতে পারে। এই নির্বাচন আপনাদের। আপনাদের একটি ভোট হতে পারে ভয়ের রাজনীতির অবসান এবং সাহসী, মানবিক পরিবর্তনের সূচনা।’

মনোনয়ন সংগ্রহের বিষয়ে রংপুর সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা শোয়েব সিদ্দিকী জানান, রংপুরে ৬টি আসনে আজ দুপুর পর্যন্ত কোনো প্রার্থী মনোনয়ন সংগ্রহ কিংবা জমা দেননি। তবে বিকেলে রংপুর-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তৃতীয় লিঙ্গের আনোয়ারা ইসলাম রানী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ২৯ ডিসেম্বর। আশা করা হচ্ছে, এর মধ্যে প্রার্থীরা এসে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেবেন।
 
উল্লেখ্য, আনোয়ারা ইসলাম রানী এর আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও রংপুর বিভাগে প্রথমবারের মতো তৃতীয় লিঙ্গের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। সেবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঈগল প্রতীক নিয়ে তিনি জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে ২৩ হাজার ৩৩৯ ভোট পেয়েছিলেন। এবারও তিনি নিজেকে প্রার্থী হিসেবে ঘোষণা দিয়ে আলোচনায় রয়েছেন।
 
জেলা নির্বাচন অফিসের তথ্যমতে, জেলায় মোট ভোটকেন্দ্র ৮৭৩টি এবং ৬টি আসনে মোট ভোটার ২৫ লাখ ৯৯ হাজার ২০২ জন।

বিভি/টিটি

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2