• NEWS PORTAL

  • শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫

হাদির হত্যার বিচারের দাবি: শাহবাগ অবরোধ করলো বিক্ষুব্ধ ছাত্র-জনতা

প্রকাশিত: ২৩:৪৯, ১৮ ডিসেম্বর ২০২৫

আপডেট: ২৩:৫৪, ১৮ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
হাদির হত্যার বিচারের দাবি: শাহবাগ অবরোধ করলো বিক্ষুব্ধ ছাত্র-জনতা

গুলিবিদ্ধ হয়ে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর প্রতিবাদে রাজধানীর শাহবাগ অবরোধ করেছেন বিক্ষুব্ধ ছাত্র-জনতা। 

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে শাহবাগে জড়ো হতে শুরু করে তারা।

শাহবাগে বিক্ষুব্ধ ছাত্র-জনতা শরিফ ওসমান হাদি হত্যাকারীদের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন। তারা বলছেন, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে ওসমান হাদি ছিলেন সোচ্চার কণ্ঠস্বর। জুলাই গণঅভ্যুত্থানেও তিনি সম্মুখসারিতে ছিলেন। একই সঙ্গে আওয়ামী লীগকে পুরোপুরি নিষিদ্ধ এবং ফ্যাসিবাদের দোসরদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।

এর আগে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় রাতে ওসমান হাদি মৃত্যুবরণ করেন। এক পোস্টে ওসমান হাদির ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে।

পোস্টে লিখা হয়েছে, ‘ভারতীয় আধিপত্যবাদের মোকাবিলায় মহান বিপ্লবী ওসমান হাদিকে আল্লাহ শহিদ হিসেবে কবুল করেছেন।’ এদিকে ইনকিলাব মঞ্চের ফেসবুক পেইজ থেকেও হাদির না ফেরার দেশে পাড়ি জমানোর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন শুক্রবার (১২ ডিসেম্বর) রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট সড়কে চলন্ত মোটরসাইকেল থেকে দুর্বৃত্তরা রিকশায় থাকা ওসমান হাদিকে গুলি করে। ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার জন্য প্রচারণা চালাচ্ছিলেন তিনি।

সবশেষ সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয়েছিল ওসমান হাদিকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি।

বিভি/টিটি

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2