• NEWS PORTAL

  • শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫

হাদীর হত্যার প্রতিবাদে ঢাবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল

প্রকাশিত: ০০:৪১, ১৯ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
হাদীর হত্যার প্রতিবাদে ঢাবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর ঘটনায় প্রতিবাদ জানাতে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত ১১টা ৩০ মিনিটের দিকে টিএসসি থেকে এই বিক্ষোভ মিছিল বের হয়। এতে অংশ নেয় ঢাবি ছাত্রদলের নেতা-কর্মীরা।

এদিকে হাদির মৃত্যুর ঘটনায় প্রতিবাদ জানাতে শাহবাগ মোড়ে ছাত্র-জনতার ঢল নামে। খণ্ড খণ্ড মিছিল নিয়ে একে একে যোগ দেয় ছাত্র-জনতা। রাত ১১টা থেকে শাহবাগ মোড়ে আসতে থাকেন ছাত্র-জনতা।

সরেজমিনে দেখা যায়, শাহবাগ মোড় অবরোধের কারণে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। কিছুক্ষণ পর পর খণ্ড খণ্ড মিছিল নিয়ে হাজির হচ্ছেন তারা। আগুন জ্বালিয়েও বিক্ষোভ করতে দেখা গেছে অনেককে।

এসময় ‌‘দিল্লি না ঢাকা, ঢাকা-ঢাকা’, ‘ভারতের দালালেরা, হুঁশিয়ার সাবধান’, ‘আমরা সবাই হাদি হবো, যুগে যুগে লড়ে যাবো’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাইরে’, ‘লীগ ধর, জেলে ভর’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন তারা।

 

বিভি/টিটি

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2