হাদিকে হত্যার মাধ্যমে ষড়যন্ত্রকারীরা নির্বাচন প্রশ্নবিদ্ধ করতে চায়: মুফতি রেজাউল করীম
ওসমান হাদিকে হত্যার মাধ্যমে ষড়যন্ত্রকারীরা দেশকে অস্থিতিশীলসহ জাতীয় নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায় মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। তিনি বলেন, দেশকে অস্থিতিশীল করতে পরিকল্পিতভাবে ওসমান হাদিকে হত্যা করা হয়েছে। দেশরক্ষা, মানবতার কল্যাণে সকলে সজাগ থাকলে, ষড়যন্ত্রকারীরা সফলকাম হতে পারবে না।
শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় রংপুর টাউন হলে ইসলামী ছাত্র আন্দোলন জেলা ও মহানগর কমিটির সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ওসমান হাদিকে হত্যার পর থেকে সারাদেশে প্রার্থীরা শঙ্কার মধ্যে রয়েছে।
এ সময় বাংলাদেশে অরাজকতা, খুন, গুমকারীদের আশ্রয় না দিতে ভারতের প্রতি আহ্বান জানান ইসলামী আন্দোলনের আমীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।
এর আগে টাউন হলে ইসলামী ছাত্র আন্দোলন জেলা ও মহানগর কমিটির সম্মেলন অনুষ্ঠিত হয়।
বিভি/পিএইচ




মন্তব্য করুন: