• NEWS PORTAL

  • শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫

আজ লন্ডন ফিরে যাচ্ছেন ডা. জুবাইদা

প্রকাশিত: ০৮:২৮, ২০ ডিসেম্বর ২০২৫

আপডেট: ০৮:৩০, ২০ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
আজ লন্ডন ফিরে যাচ্ছেন ডা. জুবাইদা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান লন্ডনের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন আজ। শনিবার (২০ ডিসেম্বর) সকাল ৮.৩০ টায়  হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের বিজি ২০১ ফ্লাইটে ঢাকা-সিলেট হয়ে লন্ডনের উদ্দেশ্যে রওনা দেবেন তিনি। 

এদিকে, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবস্থা গত এক মাসের মধ্যে এখন বেশ স্থিতিশীল বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে বিএনপির চেয়ারপারসনের সর্বশেষ স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

গত ২৩ নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন বেগম খালেদা জিয়া। তার পাশে থাকা এবং চিকিৎসায় সহায়তার জন্য গত ৫ ডিসেম্বর লন্ডন থেকে ঢাকায় পৌঁছান ডা. জুবাইদা।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2