• NEWS PORTAL

  • শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫

গণমাধ্যমের ওপর হামলা নির্বাচন বানচালের ষড়যন্ত্র: মির্জা ফখরুল

প্রকাশিত: ০৮:৪২, ২০ ডিসেম্বর ২০২৫

আপডেট: ০৮:৪৪, ২০ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
গণমাধ্যমের ওপর হামলা নির্বাচন বানচালের ষড়যন্ত্র: মির্জা ফখরুল

জাতীয় সংসদ নির্বাচনকে বানচাল করার ষড়যন্ত্রের অংশ হিসেবে জাতীয় দৈনিকসহ বিভিন্ন জায়গায় হামলা চালানো হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার রাতে বিএনপির স্থায়ী কমিটির সাথে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সভার পর সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

হিন্দু যুবককে হত্যা, সাংবাদিক নুরুল কবিরকে অসম্মান ও উদীচী অফিসে হামলাকে ষড়যন্ত্র হিসেবে দেখছেন মির্জা ফখরুল। ফ্যাসিবাদের নতুন সংস্করণের অংশ হিসেবে এমন হামলা করা হয়েছে বলে দাবি করেন তিনি।

মির্জা ফখরুল অভিযোগ করেন, এমন ঘটনার কারণে জনগণের ভোটাধিকার আবারও হুমকির মুখে পড়তে পারে। এছাড়াও, এমন হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিএনপি।

এছাড়াও, সরকারের এমন পরিস্থিতি মোকাবেলায় ভূমিকা সন্তোষজনক নয় বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2