• NEWS PORTAL

  • সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫

চট্টগ্রামের তিনটি আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বিএনপির পাঁচ নেতা

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশিত: ১৪:৫৫, ২২ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
চট্টগ্রামের তিনটি আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বিএনপির পাঁচ নেতা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামে বিএনপির দলীয় মনোনয়ন না পাওয়া পাঁচ নেতা মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে চট্টগ্রাম মহানগরীর তিনটি আসনে তারা মনোনয়নপত্র নেন।

জানা গেছে, বিভাগীয় কমিশনার কার্যালয় থেকে চট্টগ্রাম-৪ আসনের জন্য আসলাম চৌধুরী, চট্টগ্রাম-৫ আসনে শাকিলা ফারজানা ও এস এম ফজলুল হক, চট্টগ্রাম-৯ আসনে আবুল হাশেম বক্কর ও মোহাম্মদ সমছুল আলম মনোনয়ন সংগ্রহ করেছেন। যদিও মনোনয়ন নেওয়া কোনো প্রার্থীই দলীয় মনোনয়ন পাননি।

এছাড়া জেলার বিভিন্ন উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে আরও ১১ জন মনোনয়ন সংগ্রহ করেন। এর মধ্যে চট্টগ্রাম-১ আসনে নুরুল আমিন ও শেখ জুলফিকার বুলবুল, চট্টগ্রাম -২ আসনে নওশের আলী, চট্টগ্রাম-৩ আসনে মো. এম আর ভুঁইয়া, চট্টগ্রাম-৭ আসনে আব্দুল্লাহ আল হারুণ, চট্টগ্রাম-১৪ আসনে মো. আব্দুল হামিদ, একই আসনে মৌলভী মো. সোলাইমান, জাকের হোসেন, শফিকুল ইসলাম রাহী, জসীম উদ্দিন, চট্টগ্রাম-১৬ আসনে মো. লিয়াকত আলী রয়েছেন। 

চট্টগ্রাম–৪ (সীতাকুণ্ড) আসনে উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কাজী সালাউদ্দিনকে দলীয় মনোনয়ন দেয় বিএনপি। তবে  ওই আসন থেকে বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীও মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। চট্টগ্রাম–৫ (হাটহাজারী) আসনে বিএনপির মনোনয়ন পান দলের চট্টগ্রাম বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। ওই একই আসন থেকে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এস এম ফজলুল হক এবং প্রয়াত বিএনপি নেতা ও সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলমের মেয়ে শাকিলা ফারজানাও মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

চট্টগ্রাম–৯ (কোতোয়ালি) আসনে নগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আবু সুফিয়ানকে  মনোনীত করে দলটি। তবে সেই আসন থেকে নগর বিএনপির সাবেক সদস্যসচিব মো. আবুল হাশেম এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ সামছুল আলমও মনোনয়নপত্র নিয়েছেন।

এ ছাড়া এখনো প্রার্থী ঘোষণা না হওয়া চট্টগ্রাম–১৪ (চন্দনাইশ) আসনে বিএনপির হয়ে মনোনয়নপত্র নিয়েছেন জাকের হোসেন ও দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শফিফুল ইসলাম । চট্টগ্রামে মোট ১৬টি সংসদীয় আসন রয়েছে। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৯ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই চলবে ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2