গুলিবিদ্ধ এনসিপির সেই নেতা আশঙ্কামুক্ত
গুলিবিদ্ধ এনসিপির সহযোগী সংগঠন জাতীয় শ্রমিক শক্তির খুলনা বিভাগীয় প্রধান মোতালেব শিকদার আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক মোহাম্মদ আখতারুজ্জামান সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে সাংবাদিকদের জানান, মোতালেব এখন আশঙ্কামুক্ত। তার মাথার বাম পাশে গুলি লেগেছে। হাসপাতালের সার্জারি ওয়ার্ডের ড্রেসিং রুমে তার প্রাথমিক চিকিৎসা হয়েছে।
এর আগে সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে সামাজিকমাধ্যমে দেওয়া এক পোস্টে এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা মিতু জানান, এনসিপির খুলনা বিভাগীয় প্রধান এবং এনসিপি শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক ও মোতালেব শিকদার কে একটু আগে গুলি করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেলে নেওয়া হয়েছে।
বিভি/এসজি




মন্তব্য করুন: