মঙ্গলবার শাহবাগে ইনকিলাব মঞ্চের ‘শহিদী শপথ’ কর্মসূচি
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহিদ শরিফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে রাজধানীর শাহবাগে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকাল ৩টায় শহিদী শপথ গ্রহণ কর্মসূচি পালন করবে ইনকিলাব মঞ্চ।
সোমবার (২২ ডিসেম্বর) বিকালে রাজধানীর কেন্দ্রীয় শহিদ মিনারে এক সমাবেশে এ কর্মসূচি ঘোষণা করেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের।
আবদুল্লাহ আল জাবের বলেন, ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে আগামীকাল মঙ্গলবার শহিদী শপথগ্রহণ অনুষ্ঠিত হবে। মঙ্গলবার বিকাল ৩টায় শহিদ হাদি চত্বরে (শাহবাগ) সবাই সমাবেত হবো। এতে জুলাই-পূর্ববর্তী ও জুলাই-পরবর্তী সময়ে গুম, খুন ও রাজনৈতিক সহিংসতায় নিহত সব শহিদের স্মরণ করা হবে। এই শপথের মাধ্যমে বিচার, জবাবদিহি এবং রাষ্ট্রীয় সন্ত্রাস বন্ধের দাবি আরও জোরালোভাবে তুলে ধরা হবে।
সমাবেশে তিনি বলেন, হাদি স্বাধীনতা, গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষার আন্দোলনে জীবন উৎসর্গ করেছেন। এই হত্যাকাণ্ডের বিচার আর বিলম্বিত হলে জনগণকে সঙ্গে নিয়ে আমরা আরও কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হব।
ইনকিলাব মঞ্চের সদস্য সচিব বলেন, এক মাসের মধ্যে হাদি হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে। হাদিকে হত্যার মধ্য দিয়ে নির্বাচনে একটি ষড়যন্ত্র করা হয়েছে। হাদি ভাইকে গুলি করার ১১ দিন হলো অথচ এখন পর্যন্ত কোনো দৃশ্যমান পদক্ষেপ নেই। যদি হাদি ভাইকে হত্যার বিচার ৩০ কার্যদিবসের মধ্যে না করা হয়, এবং এর জন্য বাংলাদেশে যদি কোনো অনাকাঙ্ক্ষি পরিস্থিতির সৃষ্টি হয়, এর দায় সরকারকে নিতে হবে।
ওসমান হাদির বড় ভাই ওমর হাদি বলেন, কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি। হাদির খুনিরা যে দেশেই থাকুক, ২৪ ঘণ্টার মধ্যে খুনিদের আমাদের সামনে হাজির করতে হবে। খুনিদের হাজির করা না হলে, আমরা ঘরে ফিরব না। আমরা শহিদ ওসমান হাদির উত্তরসূরি।
এর আগে, বিকাল সাড়ে ৩টায় শাহবাগ থেকে কেন্দ্রীয় শহিদ মিনার থেকে একটি মিছিল অগ্রসর হয়ে তা সমাবেশে রূপ নেয় । বিক্ষোভ মিছিলে বিক্ষোভ বিক্ষুব্ধ ছাত্রজনতা ‘জ্বালো রে, জ্বালো রে, আগুন জ্বালো’, ‘দিল্লির দালারেরা, আওয়ামী লীগের দালালেরা, হুঁশিয়ার সাবধান’, ‘আমরা সবাই হাদি হবো, সুখে-দুখে কথা কবো’, ‘আমরা ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘দিল্লি না ঢাকা-ঢাকা, ঢাকা’সহ নানা স্লোগান দিতে থাকেন।
বিভি/টিটি




মন্তব্য করুন: