বিএনপি ক্ষমতায় এলে কোরআন-সুন্নাহ বিরোধী আইন পাশ করবে না: সালাহউদ্দিন আহমদ
আগামী নির্বাচনে জয়লাভ করে বিএনপি ক্ষমতায় আসলে কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন পাশ করবে না বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। একই সাথে তিনি জানিয়েছেন, ইমাম ও মুয়াজ্জিনদের বিশেষ ভাতা দেয়া হবে
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিএনপির গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান।
সালাহউদ্দিন আহমদ বলেন, বিএনপি ক্ষমতায় আসলে কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন পাশ করবে না। কওমি মাদ্রাসা থেকে পাস করা শিক্ষার্থীদের ধর্মীয় শিক্ষক হিসেবে নিয়োগে অগ্রাধিকার দেয়া হবে।
অনুষ্ঠানে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, সংশোধন করে সংবিধান থেকে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস বিলুপ্ত করেছিল আওয়ামী লীগ। বিএনপি ক্ষমতায় গেলে সংবিধানে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস ফিরিয়ে আনা হবে।
বিভি/এজেড




মন্তব্য করুন: