• NEWS PORTAL

  • মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫

সংবিধানে ‘আল্লাহর ওপর আস্থা’ পুনর্বহাল করবে বিএনপি: মির্জা ফখরুল

প্রকাশিত: ১৩:৩১, ২৩ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
সংবিধানে ‘আল্লাহর ওপর আস্থা’ পুনর্বহাল করবে বিএনপি: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভয়াবহ ফ্যাসিস্ট দেশের সব কাঠামো ভেঙ্গে দিয়েছিলো। সংবিধান থেকে আল্লাহর ওপর আস্থা সরিয়ে দিয়েছিলো শেখ হাসিনা। বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে সেটি পুনর্বহাল করবে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে বাংলাদেশ জমিয়তে ওলামায়ে ইসলামের সাথে রাজনৈতিক সমঝোতা বিষয়ক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। 

এ সময় মির্জা ফখরুল অভিযোগ করেন, কিছু ব্যক্তি ও গোষ্ঠী ট্রানজিশন পিরিয়ডে দেশকে অস্থিতিশীল করার জন্য ভয়ংকরভাবে অপচেষ্টা করছে। যার কারণে শহীদ ওসমান হাদীকে জীবন দিতে হয়েছে।

বিএনপি মহাসচিব বলেন, সবার প্রত্যাশা ছিলো অন্তর্বর্তীকালীন সরকার এই কয়েকটা মাসে তাদের সর্বোচ্চ যোগ্যতার পরিচয় দেবে। কিন্তু সরকারের ব্যর্থতার কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। নির্বাচনের পরিবেশ তৈরি করতে সরকারকে আরও সচেতন ও কার্যকর ভুমিকা রাখার আহবান জানান তিনি। 

এসময় নীলফামারী-১, নারায়ণগঞ্জ ৪, সিলেট ৫ ও ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে জমিয়তে ওলামার সাথে বিএনপির সমঝোতার কথা জানান মির্জা ফখরুল। যে সব আসনে সমঝোতা হয়েছে সেখানে বিএনপির কোনো প্রার্থী থাকবে না বলে জানান স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ।

অনুষ্ঠানে সালাহউদ্দিন আহমদ বলেন, বিএনপি ক্ষমতায় আসলে কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন পাশ করবে না। কওমি মাদ্রাসা থেকে পাস করা শিক্ষার্থীদের ধর্মীয় শিক্ষক হিসেবে নিয়োগে অগ্রাধিকার দেয়া হবে। একই সাথে তিনি জানিয়েছেন, ইমাম ও মুয়াজ্জিনদের বিশেষ ভাতা দেয়া হবে।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2