• NEWS PORTAL

  • বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫

দেশে ফিরছেন তারেক রহমান, প্রস্তুত বাসা-অফিস

প্রকাশিত: ১২:৩৭, ২৪ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
দেশে ফিরছেন তারেক রহমান, প্রস্তুত বাসা-অফিস

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানাতে প্রস্তুত গুলশানের বাসা ও চেয়ারপার্সনের কার্যালয়। এছাড়াও ৯০ নম্বর সড়কে নতুন করে করা হয়েছে নির্বাচন পরিচালনা অফিস। বাসা এবং অফিস ঘিরে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তার ব্যবস্থা। বিএনপি বলছে, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নিরাপত্তা নিয়ে তারা উদ্বিগ্ন নন।

বেগম খালেদা জিয়ার ভাড়া বাড়ি ফিরোজার পাশে গুলশান এভিনিউ'র ১৯৬ নম্বর বাসা। নতুন করে সংস্কারের পাশাপাশি ভেতর আর বাইরের দেয়ালেও পড়েছে রঙের আঁচড়।

সাদা রঙের বাড়িটি ঘিরে কঠোর নিরাপত্তার ব্যবস্থা, বসানো হয়েছে ৪টি নতুন পুলিশবক্স। ২৫ ডিসেম্বর লন্ডন থেকে স্বদেশ প্রত্যাবর্তনের পর এটিই হতে চলেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঠিকানা।

গুলশানে বিএনপির চেয়ারপার্সনের অফিসেই বসবেন তারেক রহমান, এখানেও চলছে সংস্কার- মেরামতের। স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ জানালেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নিরাপত্তায় পর্যাপ্ত প্রস্তুতি আছে বিএনপির।

পাশেই গুলশানের ৯০ নম্বর সড়কের ১০/সি ঠিকানার এই বাসাটি ভাড়া নেওয়া হয়েছে বিএনপির অফিস হিসবে। এখান থেকেই জাতীয় নির্বাচনে বিএনপিকে পরিচালনা করবেন তারেক রহমান।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2