• NEWS PORTAL

  • বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫

তারেক রহমানের নিরাপদে দেশে ফেরার জন্য দোয়া চাইলেন কায়কোবাদ

প্রকাশিত: ১২:৪২, ২৪ ডিসেম্বর ২০২৫

আপডেট: ১৪:০৪, ২৪ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
তারেক রহমানের নিরাপদে দেশে ফেরার জন্য দোয়া চাইলেন কায়কোবাদ

দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার (২৪ ডিসেম্বর) লন্ডন ছেড়ে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হবেন তিনি। সুস্থ ও নিরাপদভাবে যেন দেশে ফিরতে পারেন সে জন্য কুমিল্লার মুরাদনগরের সকল মসজিদ মাদ্রাসায় আল্লাহর কাছে দোয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক পাঁচবারের এমপি ও মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। 

তিনি বলেন, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও তার পরিবারের বিরুদ্ধে বাংলাদেশ বিরোধীদের ষড়যন্ত্র ছিল এখনও সে ষড়যন্ত্র বিদ্যমান। যার ফলে দীর্ঘ ১৭ বছর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের বাহিরে। তিনি আজ লন্ডন ছেড়ে আগামীকাল সকাল ১০ টায় ঢাকায় অবতরণ করবেন। মুরাদনগরের সর্বস্তরের জনগণ বিশেষ করে মসজিদ ও সকল মাদ্রাসায় আমাদের মাথার তাজ তারেক রহমানের নিরাপদ সফরের জন্য মহান আল্লাহর নিকট দোয়ার আয়োজন করবেন।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2