• NEWS PORTAL

  • বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫

৩০০ ফিটে বক্তব্য দিয়ে মাকে দেখতে যাবেন তারেক রহমান: সালাহউদ্দিন আহমেদ

প্রকাশিত: ১৩:৩৮, ২৪ ডিসেম্বর ২০২৫

আপডেট: ১৪:১৮, ২৪ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
৩০০ ফিটে বক্তব্য দিয়ে মাকে দেখতে যাবেন তারেক রহমান: সালাহউদ্দিন আহমেদ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানান, বৃহস্পতিবার দুপুর ১১টা ৫৫ মিনিটে ঢাকায় অবতরণ করবেন তারেক রহমান। সেখান থেকে ৩০০ ফিটে এসে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে মহান আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানাবেন তিনি। এরপরই এভারকেয়ারে গিয়ে মাকে দেখে বাসায় যাবেন তিনি।

বুধবার (২৩ ডিসেম্বর) সংবাদ সম্মেলনে জানানো হয়, তারেক রহমান বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে বৃহস্পতিবার সকাল ১১টা ৫৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন। সেখানে তাকে স্বাগত জানাবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। বিমানবন্দর থেকে ৩০০ ফিটে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যেম আল্লাহর রকাছে কৃতজ্ঞতা জানাবেন তারেক রহমান। সংবর্ধনায় শুধু তারেক রহমান বক্তব্য দেবেন।

জনদুর্ভোগ লাঘবেই রাজধানীর একপাশে ৩০০ ফুট সড়কের সার্ভিস লেনে কৃতজ্ঞতা জ্ঞাপনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানানো হয়। পরে মা বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে যাবেন তিনি। শুক্রবার বাদ জুমা বাবা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন তিনি।

পরে জাতীয় স্মৃতিসৌধে যাবেন মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে। এছাড়া রাজধানীর পঙ্গু হাসপাতালে গিয়ে জুলাই আহতদের খোঁজ নেবেন তিনি। শনিবার শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করবেন তারেক রহমান।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2