• NEWS PORTAL

  • বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫

ধানের শীষের জন‍্য বিএনপিতে যোগ দিলেন এলডিপি মহাসচিব ড. রেদোয়ান

প্রকাশিত: ১৩:৪২, ২৪ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
ধানের শীষের জন‍্য বিএনপিতে যোগ দিলেন এলডিপি মহাসচিব ড. রেদোয়ান

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মহাসচিব, সাবেক প্রতিমন্ত্রী ও মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদ বিএনপিতে যোগদান করেছেন। বুধবার (২৪ ডিসেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ড. রেদোয়ান আহমেদের বিএনপিতে যোগদানের বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী পর্যায়ের সিদ্ধান্ত অনুযায়ী, কুমিল্লা-৭ আসনের জন্য বিএনপির মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে এবং সেই মনোনয়ন ড. রেদোয়ান আহমেদের জন্য নির্ধারণ করা হয়েছে।

এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকুসহ দলের কেন্দ্রীয় পর্যায়ের একাধিক নেতা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্ট এনডিএম এর চেয়ারম্যান ববি হাজ্জাজও বিএনপিতে যোগ দেবেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ববি হাজ্জাজকে ঢাকা-১৩ আসনে মনোনয়ন দেওয়া হবে বলে জানান মির্জা ফখরুল।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2