• NEWS PORTAL

  • শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫

হাদির কবর জিয়ারত করবেন তারেক রহমান, শাহবাগ মোড় ছাড়লো ইনকিলাব মঞ্চ

প্রকাশিত: ১১:২৩, ২৭ ডিসেম্বর ২০২৫

আপডেট: ১২:২৭, ২৭ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
হাদির কবর জিয়ারত করবেন তারেক রহমান, শাহবাগ মোড় ছাড়লো ইনকিলাব মঞ্চ

শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করবেন সদ্য বাংলাদেশে প্রত্যাবর্তন করা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ উপলক্ষ্যে শাহবাগ মোড় ছেড়ে দিয়েছেন ইনকিলাব মঞ্চের নেতৃবৃন্দ। শনিবার (২৭ ডিসেম্বর) বেলা ১১টার দিকে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করতে আসার কর্মসূচি রয়েছে।

শনিবার (২৭ ডিসেম্বর) ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় বলা হয়, ‘আজ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শহীদ ওসমান হাদির কবর জিয়ারত উপলক্ষ্যে ইনকিলাব মঞ্চ শাহবাগ মোড় থেকে ডানদিকে আজিজ সুপারমার্কেটের সামনে অবস্থান নিয়েছে। ঠিক দুপুর ১২টায় পুনরায় শাহবাগ মোড়ে শহীদ হাদি চত্বরে অবস্থান কর্মসূচি পালন করা হবে। বিচার আদায়ের দাবিতে সারা দেশের জনতাকে শহীদ হাদি চত্বরে উপস্থিত হওয়ার আহ্বান জানানো হচ্ছে।’

ইনকিলাব মঞ্চের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র ও ডাকসুর নেত্রী ফাতিমা তাসনিম জুমা জানান, তারেক রহমানের আগমন উপলক্ষে তারা এই জায়গা ছেড়ে দিয়েছেন। ওসমান  হাদির কবর জিয়ারত শেষে তারেক রহমান চলে গেলে তারা ১২টার দিকে আবার অবস্থান কর্মসূচি পালন করবেন।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2