কুমিল্লা-৩ আসন থেকে মনোনয়নপত্র গ্রহণ করলেন আসিফ মাহমুদ
সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া কুমিল্লা-৩ (মুরাদনগর) সংসদীয় আসন থেকে মনোনয়নপত্র গ্রহণ করেছেন। তাঁর কর্মী ও সমর্থকরা জানিয়েছেন, আসিফ এই আসন থেকে নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছেন।
শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে মুরাদনগর থেকে এনসিপির মুরাদনগর উপজেলা প্রধান সমন্বয়কারী মিনহাজুল হক এবং জেলা প্রশাসনের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পক্ষে তার সমর্থকরা মনোনয়নপত্র গ্রহণ করেছেন।
মিনহাজুল হক বলেন, "আসিফ মাহমুদ আমাদের কাছে তার জাতীয় পরিচয়পত্র পাঠিয়েছেন। সেই অনুযায়ী জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তার মনোনয়নপত্র নেওয়া হয়েছে। আমরা আশা করি, তিনি মুরাদনগর থেকেই নির্বাচনে অংশগ্রহণ করবেন।" তিনি আরও জানান, আসিফের জন্য একাধিক অভ্যন্তরীণ বৈঠক হয়েছে এবং অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে জোটবদ্ধ হওয়ার বিষয়টি পর্যবেক্ষণ করা হচ্ছে।
মুরাদনগরের সাধারণ জনগণও সাবেক উপদেষ্টাকে এই আসন থেকে নির্বাচনে দেখতে চায়। তবে সরাসরি আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে মুরাদনগর ইউএনও ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আব্দুর রহমান জানান, তাঁর অফিস থেকে সরাসরি মনোনয়নপত্র নেওয়া হয়নি। রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক রেজা হাসানও জানিয়েছেন, আসিফের পক্ষ থেকে তার সমর্থকরা মনোনয়নপত্র গ্রহণ করেছেন এবং এ পর্যন্ত মোট ৯০টি মনোনয়নপত্র নেওয়া হয়েছে। সাবেক উপদেষ্টা নিজে উপস্থিত না থাকায় বিষয়টি আলাদাভাবে পর্যবেক্ষণ করা হয়নি।
বিভি/এজেড




মন্তব্য করুন: