• NEWS PORTAL

  • রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫

ঢাকা-১৭ ছেড়ে দিয়ে যে আসনে নির্বাচন করবেন পার্থ

প্রকাশিত: ১৩:০৯, ২৮ ডিসেম্বর ২০২৫

আপডেট: ১৩:৩১, ২৮ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
ঢাকা-১৭ ছেড়ে দিয়ে যে আসনে নির্বাচন করবেন পার্থ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঢাকা-১৭ আসন থেকে নির্বাচন করতে যাচ্ছেন। এই আসন ছেড়ে ভোলা-১ থেকে নির্বাচন করতে যাচ্ছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ। এই আসনে পার্থর পক্ষে মনোনয়ন ফরম জমাও দিয়েছেন দলীয় নেতাকর্মীরা।

 

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দেশে ফেরার পর শনিবার ঢাকা-১৭ আসনের ভোটার হওয়ার আবেদন করেছেন তারেক রহমান। এর মধ্যে বিএনপির জ্যেষ্ঠ নেতারা তাকে ঢাকা-১৭ আসন থেকে নির্বাচন করার জন্য অনুরোধ করেছেন। বিষয়টি জানার পর তারেক রহমানকে সম্মান জানিয়ে ভোলা-১ আসন থেকে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন আন্দালিব রহমান।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে থেকে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ঢাকা-১৭ আসন থেকে ভোট প্রস্তুতি নিচ্ছিলেন। যদিও বিএনপির জোট শরিক হিসেবে এখন পর্যন্ত তাকে কোনো আসন ছেড়ে দেওয়া হয়নি। সবশেষ ২০০৮ সালের নির্বাচনে তৎকালীন চার দলীয় জোটের প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকে ভোলা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন পার্থ।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2