ঢাকা-১৩ আসনে বিএনপির হয়ে মনোনয়নপত্র জমা দিলেন ববি হাজ্জাজ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৩ আসনে বিএনপি প্রার্থী হয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন ববি হাজ্জাজ। সোমবার (২৯ ডিসেম্বর) সকালে তিনি আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মো. ইউনুচ আলীর হাতে মনোনয়নপত্র জমা দেন। এ সময় তার সঙ্গে দলীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
মনোনয়ন ফরম জমা দেওয়া শেষে ববি হাজ্জাজ সাংবাদিকদের বলেন, ‘আমরা আশাবাদী আগামী নির্বাচন একটি স্বচ্ছ ও সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন তাদের ওপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করবে বলে আমাদের বিশ্বাস।’
বিএনপি থেকে মনোনয়ন পাওয়ার বিষয়ে ববি হাজ্জাজ বলেন, ‘আমরা শুরু থেকেই যুগপৎ আন্দোলনের জোটে ছিলাম এবং এখনও আছি। কৌশলগত কারণে আমরা একটি অভিন্ন মার্কায় (ধানের শীষ) নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি। বিএনপির নেতাকর্মীরা শুরু থেকেই আমাদের পূর্ণ সমর্থন ও সহযোগিতা করে আসছেন।’
গত ২৪ ডিসেম্বর এনডিএমের চেয়ারম্যান ববি হাজ্জাজ নিজ দল ত্যাগ করে বিএনপিতে যোগ দেন।
বিভি/পিএইচ




মন্তব্য করুন: