• NEWS PORTAL

  • সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫

ঢাকা-৩ আসনে মনোনয়নপত্র জমা দিলেন গয়েশ্বর রায়

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৩৭, ২৯ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
ঢাকা-৩ আসনে মনোনয়নপত্র জমা দিলেন গয়েশ্বর রায়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় মনোনয়নপত্র জমা দিয়েছেন। তিনি সোমবার (২৯ ডিসেম্বর) বিকাল চারটায় সহকারী রিটার্নিং অফিসার কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন।

এ সময় ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণ শাখা বিএনপির সভাপতি অ্যাডভোকেট রিপন রায় চৌধুরী, কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণ শাখা বিএনপির সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবু, বিএনপি নেতা অ্যাডভোকেট সুলতান নাসেরসহ বিপুল সংখ্যক বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মনোনয়নপত্র জমা দেওয়ার পরে তিনি সাংবাদিকদের সাথে এক সাক্ষাৎকারে বলেন, যে সকল রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করবে একটা সুষ্ঠু ও অবাধ নির্বাচনের জন্য সকল রাজনৈতিক দল ও প্রার্থীদের নির্বাচন কমিশনার ও সরকারকে সহযোগিতা করা জরুরি। সরকারের সিনসিয়ারিটি ও নির্বাচন কমিশনারের সিনসিয়ারিটি যথেষ্ট নয়। নির্বাচনে যারা প্রার্থী হবেন, তারা যদি আচরণবিধি মানেন এবং মেনে যদি নির্বাচনটা করেন সেক্ষেত্রে জনগণকে ভোটকেন্দ্রে নেওয়া দরকার। আর যদি জনগণ ভোট কেন্দ্রে যায় তাহলে জনগণই আইন-শৃঙ্খলা সামাল দেওয়ার জন্য যথেষ্ট। শুধু পুলিশ বা অন্য কোন আইন-শৃঙ্খলা বাহিনী যথেষ্ট নয়।

প্রার্থীদের নিরাপত্তা নিয়ে তিনি বলেন, চট্টগ্রামের বিএনপির প্রার্থী এরশাদুল্লাহকে একটি রাজনৈতিক দলের সন্ত্রাসীরা গুলি করে। তারপর হাদির ব্যাপারেও আমরা দেখলাম। তাই, প্রার্থীদেরও নিরাপত্তার বিষয়ে একটা আশঙ্কা থেকেই যায়। তাই, সকল আশঙ্কাকে মোকাবেলা করেই নির্বাচনটা করতে হবে। এজন্য তো ঘরে বসে থাকলে সমস্যার সমাধান করা যাবে না। তাই, নির্বাচনটা সুষ্ঠু করার জন্য আইন-শৃঙ্খলার পাশাপাশি আমাদেরও সহযোগিতা কাজে লাগাতে হবে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2