• NEWS PORTAL

  • সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫

পদত্যাগের পরও করবেন না নির্বাচন, কারণ জানালেন মাহফুজ আলম

প্রকাশিত: ১৮:১৬, ২৯ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
পদত্যাগের পরও করবেন না নির্বাচন, কারণ জানালেন মাহফুজ আলম

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন না সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। তার পক্ষে লক্ষ্মীপুর-১ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছিল।

নির্বাচনে অংশগ্রহণ না করার বিষয়টি সোমবার (২৯ ডিসম্বর) নিশ্চিত করেছেন মাহফুজ আলম নিজেই। তিনি বলেছেন, ‘আমি তো শুরু থেকেই বলে আসছি যে নির্বাচন করব না। এ কারণে আমি সরকার থেকে সরে যেতে চাইনি।’

সরকার থেকে পদত্যাগের কারণ সম্পর্কে তিনি বলেন, ‘আমি সরকার থেকে সরে যেতে চাইনি। কিন্তু সরকার মনে করেছে, ছাত্র প্রতিনিধিরা থাকলে নিরপেক্ষতা নিয়ে নির্বাচনের সময় প্রশ্ন উঠতে পারে। সেই কারণে আমি সরে গেছি। কিন্তু নির্বাচন করব না, সেটা আমার আগে থেকেই সিদ্ধান্ত ছিল।’

তবে মাহফুজ আলমের ভাই ও এনসিপির যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম ওই আসন থেকে আগেই মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। এ প্রসঙ্গে মাহফুজ আলম বলেন, ‘তিনি এনসিপির নেতা, তার নিজের সিদ্ধান্ত অনুযায়ী তিনি নির্বাচন করবেন। এই বিষয়ে আমার কিছু বলার নেই।’

এর আগে ফেসবুকে দেওয়া একটি ঘোষণায় মাহফুজ আলম বলেছিলেন, শুরু থেকেই নাগরিক কমিটি ও এনসিপি গঠনে তিনি সম্পৃক্ত থাকলেও তিনি এ এনসিপির অংশ হচ্ছেন না।

গত ১০ ডিসেম্বর অন্তর্বর্তী সরকার থেকে পদত্যাগ করেন উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলম। এর মধ্যে আসিফ মাহমুদ স্বতন্ত্র প্রার্থী হিসেবে আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিয়েছেন। তিনি ঢাকা-১০ আসন থেকে নির্বাচন করবেন।

সূত্র: বিবিসি বাংলা

 

বিভি/টিটি

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2