• NEWS PORTAL

  • সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন আনোয়ার হোসেন মঞ্জু

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৩৫, ২৯ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
নির্বাচন থেকে সরে দাঁড়ালেন আনোয়ার হোসেন মঞ্জু

আনোয়ার হোসেন মঞ্জু

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ালেন সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু। শারীরিক অসুস্থতার কারণে তিনি এ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

সোমবার (২৯ ডিসেম্বর) আনোয়ার হোসেন মঞ্জু নিজেই বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

আনোয়ার হোসেন মঞ্জু সাংবাদিকদের জানান, পিরোজপুর-২ আসনে নির্বাচন করার জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছিলাম। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে নির্বাচন করব না। সে কারণে মনোনয়নপত্র জমাও দিইনি।

এর আগে বুধবার (২৪ ডিসেম্বর) বিকেলে ভান্ডারিয়া উপজেলা সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেহেনা আক্তারের কার্যালয় থেকে জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। 

পিরোজপুর-২ আসনে জেপির উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ,যুবসংহতি, ছাত্রসমাজসহ অন্যান্য সহযোগী নেতারা এ মনোনয়নপত্র সংগ্রহ করে।

বিভি/এজেড

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2