• NEWS PORTAL

  • সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫

আসন ছেড়ে দেওয়া জামায়াত প্রার্থীকে সঙ্গে নিয়ে মনোনয়ন জমা দিলেন হাসনাত

প্রকাশিত: ২০:৫৮, ২৯ ডিসেম্বর ২০২৫

আপডেট: ২০:৫৯, ২৯ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
আসন ছেড়ে দেওয়া জামায়াত প্রার্থীকে সঙ্গে নিয়ে মনোনয়ন জমা দিলেন হাসনাত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।  জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচনী সমঝোতার অংশ হিসেবে এই আসনে দেখা গেছে এক ব্যতিক্রমী ঘটনা। জামায়াতের প্রার্থীকে সাথে নিয়ে মনোনয়ন দাখিল করেছেন হাসনাত।

সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে স্থানীয় জামায়াত নেতা সাইফুল ইসলামকে (শহিদ) সঙ্গে নিয়ে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন তিনি।

সম্প্রতি জামায়াতে ইসলামীর সঙ্গে এনসিপির দেশব্যাপী নির্বাচনী সমঝোতা সম্পন্ন হয়েছে। এরই ধারাবাহিকতায় কুমিল্লা-৪ আসনে জামায়াতের প্রার্থী সাইফুল ইসলাম (শহিদ) জোটগত ঐক্যের স্বার্থে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। আজ হাসনাত আবদুল্লাহর মনোনয়নপত্র জমা দেয়ার সময় তার পাশে থেকে তিনি সমর্থন করেন। সাইফুল ইসলাম কুমিল্লা উত্তর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি। এছাড়াও তাদের সঙ্গে উপস্থিত ছিলেন শহীদ পরিবারের সদস্য, জোট নেতৃবৃন্দ ও দলীয় নেতাকর্মীরা। 

মনোনয়ন জমা শেষে সাংবাদিকদের হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘একটি ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠায় কাজ করতে চাই। ফ্যাসিবাদের কারণে দীর্ঘ ১৭ বছরে আমাদের মৌল মানবিক অধিকার বঞ্চিত হয়েছে, গণতন্ত্র লুন্ঠিত হয়েছে সে জায়গা থেকে আমাদের অর্থনৈতিক মুক্তি, একই সঙ্গে ভোটাধিকার নিশ্চিত হচ্ছে সেটি যেন সার্বজনীনতা পায়।

ইনসাফ প্রতিষ্ঠা করতে গিয়ে শহিদ হয়েছেন শরীফ ওসমান হাদী। রাষ্ট্রের স্থানীয় থেকে জাতীয় পর্যায়ে যেন ইনসাফ প্রতিষ্ঠিত হয়। দুর্নীতির বিরুদ্ধে জোটের যে মনোভাব সেটি আমরা প্রতিষ্ঠিত রাখবো। একই সঙ্গে ইনসাফের প্রশ্নে আমাদের আন কম্প্রোমাইজিং অবস্থান থাকবে বলে তিনি জানান।

বিভি/এজেড

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2