• NEWS PORTAL

  • বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫

খালেদা জিয়ার মৃত্যুতে ৭ দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির

প্রকাশিত: ০৯:১৯, ৩০ ডিসেম্বর ২০২৫

আপডেট: ১২:০০, ৩০ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
খালেদা জিয়ার মৃত্যুতে ৭ দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির

বিএনপির চেয়ারপার্সনের বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ৭ দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এছাড়াও, তার দাফন ও জানাজার সময় পরে জানানো হবে বলে জানিয়েছে দলটি। সোমবার (৩০ ডিসেম্বর) রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে এ সংক্রান্ত তথ্য গণমাধ্যমকে জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এর আগে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। বিএনপি মিডিয়া সেলের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে। সেখানে লেখা হয়েছে, আমাদের সকলের প্রিয় দেশনেত্রী বেগম খালেদা জিয়া আর আমাদের মাঝে নেই। আজ সকাল ৬টায় তিনি আমাদের ছেড়ে চলে গিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

অন্যদিকে, বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে বলা হয়েছে, ‘বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ সকাল ৬টায় ফজরের ঠিক পরে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা তার রূহের মাগফিরাত কামনা করছি এবং সকলের নিকট তার বিদেহী আত্মার জন্য দোয়া চাচ্ছি।’

গত ২৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন খালেদা জিয়া। আইসিইউতে চিকিৎসাধীন খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত জটিল এবং তিনি সংকটময় মুহূর্ত পার করছিলেন বলে তার ব্যক্তিগত চিকিৎসক, দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছিলেন।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2