• NEWS PORTAL

  • বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫

বিএনপির স্থায়ী কমিটির জরুরি সভা

প্রকাশিত: ১০:১৩, ৩০ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
বিএনপির স্থায়ী কমিটির জরুরি সভা

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জরুরি বৈঠক ডেকেছে বিএনপি। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) গুলশানের চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে বৈঠকটি হবে বলে গণমাধ্যমকে জানিয়েছেন দলের মিডিয়া পারসন শায়রুল কবির খান। তিনি জানান, স্থায়ী কমিটির বৈঠক হবে জরুরিভাবে।

এর আগে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন রাজনীতিতে ‘আপসহীন নেত্রী’ হিসেবে পরিচিত বেগম খালেদা জিয়া। দীর্ঘদিন ধরে চিকিৎসারত অবস্থায় দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসনের এই প্রয়াণে দেশের রাজনীতিতে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

বেগম খালেদা জিয়ার মৃত্যু শুধু একটি রাজনৈতিক অধ্যায়ের সমাপ্তি নয়, বরং একটি যুগের অবসান। গণতন্ত্র, জাতীয় সার্বভৌমত্ব ও জনগণের অধিকার রক্ষার সংগ্রামে তিনি ছিলেন দৃঢ় ও আপসহীন এক নেত্রী।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2