• NEWS PORTAL

  • বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের শোক

প্রকাশিত: ১০:৫৫, ৩০ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের শোক

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছে জিয়াউর রহমান ফাউন্ডেশন। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) নির্বাহী পরিচালক ডা. ফরহাদ হালিম ডোনার সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই শোক প্রকাশ করা হয়।

সেখানে বলা হয়, দেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবরে গভীর শোক প্রকাশ তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছে জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ)। ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এক শোকবার্তায় বলেন, অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ) শোক প্রকাশ করছে যে, বাংলাদেশের গণতন্ত্রের অতন্দ্র প্রহরী, মাদার অব ডেমোক্রেসি এবং আমাদের চিরকালীন প্রেরণার উৎস বেগম খালেদা জিয়া আর আমাদের মাঝে নেই। দীর্ঘদিন চিকিৎসাধীন থাকাবস্থায় মঙ্গলবার সকাল ৬ টার দিকে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার বলেন, আজ শুধু একটি রাজনৈতিক শূন্যতা তৈরি হয়নি, বরং বাংলাদেশ তার মমতাময়ী অভিভাবককে হারালো। বাংলাদেশের স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ করে তিনি যেভাবে প্রতিকূল সময়ে দেশের হাল ধরেছিলেন, তা বিশ্ব ইতিহাসে বিরল। তিনি ছিলেন হিমালয়সম ধৈর্যের প্রতীক। কারাবরণ, অসুস্থতা আর ব্যক্তিগত শোককে তুচ্ছ করে তিনি আমৃত্যু এদেশের মানুষের অধিকারের কথা বলে গেছেন। তার মৃত্যুতে একটি আপোসহীন ইতিহাসের অবসান হলো।

তিনি বলেন, জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রতিটি সেবামূলক কাজে তার দোয়া ও দিকনির্দেশনা আমাদের পথ দেখিয়েছে। তার বিদায়ে আমরা এমন এক আলোকবর্তিকা হারালাম, যার অভাব কোনোদিন পূরণ হবার নয়। শুধু তাই নয়, বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে খালেদা জিয়ার নাম সবার আগে স্থান পাবে। কারণ বাংলাদেশ যখনই কোনো সঙ্কটে বা দুর্যোগে পড়েছে তখনই খালেদা জিয়া হাল ধরেছিলেন শক্তভাবে। যিনি তার জীবদ্দশায় কখনো কোনো আধিপত্যবাদী শক্তির কাছে মাথানত কিংবা আপোস করেননি। সঙ্কটে-সংগ্রামে তিনি ছিলেন অবিচল। খালেদা জিয়া তার রাজনৈতিক জীবনে বহু চড়াই উত্তাই পাড়ি দিয়েছেন। তার সততা, সাহস ও আপোসহীন দেশপ্রেম তাকে গৃহবধূ থেকে প্রধানমন্ত্রীর আসনে বসিয়েছিল তিনবার।

আমরা মহান রাব্বুল আলামিনের দরবারে প্রার্থনা করি, তিনি যেন এই মহীয়সী নারীকে জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ মাকাম দান করেন। আল্লাহ যেন তার পরিবার এবং দেশবাসীকে এই শোক সইবার শক্তি দান করেন।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2