• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০১ জানুয়ারি ২০২৬

তারেক রহমানের সাথে বৈঠকে কী কথা হলো, জানালেন জামায়াত আমির

প্রকাশিত: ২১:০১, ১ জানুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
তারেক রহমানের সাথে বৈঠকে কী কথা হলো, জানালেন জামায়াত আমির

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সাক্ষাৎ শেষে জামায়াত আমির বলেন, অতীতে আমরা একসাথে কাজ করেছি ভবিষ্যতেও করতে পারি। একসাথে আগামী ৫ বছরের জন্য জাতির জন্য ভালো কিছু করতে পারি কিনা সেটাও আমরা আলোচনা করেছি। নির্বাচনের পরে শপথ গ্রহণের আগে আমরা আবার একসাথে বসবো।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) সন্ধ্যায় তারেক রহমানের সাথে বৈঠক শেষে বের হয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। এর আগে তিনি সন্ধ্যা ৭টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে যান জামায়াত আমির। বৈঠক শেষে সাংবাদিকদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।

সদ্য প্রয়াত বেগম খালেদা জিয়ার স্মৃতিচারণ করে জামায়াত আমির বলেন, তিনি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও নাগরিক অধিকার প্রতিষ্ঠার জন্য আজীবন লড়াই করে গেছেন। বেগম জিয়াকে বিদেশে চিকিৎসা করাতে বারবার আবেন করা হয়েছিল, যতক্ষণে চিকিৎসায় গেছেন ততদিনে তার অনেক ক্ষতি হয়ে গেছে।

তিনি আরও বলেন, বেগম জিয়া ইতিহাসের বিরল সম্মান নিয়ে চলে গেছেন, এই সম্মান তার পাওনা ছিল। আমরাও যদি জাতির জন্য এমন অবদান রাখতে পারি আমরাও এমন সম্মান পেতে পারি।

এ সময় জামায়াত আমিরের উপস্থিতিতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশের ওপর আলোকপাত করা হয়।

বৈঠকে তারেক রহমানের সঙ্গে আরো ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। সাথে জামায়াত নেতা এহসানুল মাহবুব জুবায়ের, মোবারক হোসেন, সাইফুল আলম খান মিলনও উপস্থিত ছিলেন।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2