• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০১ জানুয়ারি ২০২৬

‘এই মাটি ছেড়ে যাবো না’: খালেদা জিয়ার শোকবইয়ে সাদিক কায়েম

প্রকাশিত: ২১:৪৫, ১ জানুয়ারি ২০২৬

আপডেট: ২১:৪৭, ১ জানুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
‘এই মাটি ছেড়ে যাবো না’: খালেদা জিয়ার শোকবইয়ে সাদিক কায়েম

সদ্যপ্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার শোকবইয়ে সাক্ষর করেছেন ডাকসু ভিপি সাদিক কায়েম। এ সময় তিনি শোকবইয়ে লিখেছেন, ইনসাফ প্রতিষ্ঠায় বেগম জিয়ার মতো জুলুম-নির্যাতন সইবো, কিন্তু এই মাটি ছেড়ে যাবো না।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক বৈঠকের শুরুতে প্রতিনিধি দলটি খালেদা জিয়ার শোক বইয়ে স্বাক্ষর করেন।

শোকবইয়ে সাদিক কায়েম লিখেছেন, ভারতের আধিপত্যবাদ বিরোধী ও আপসহীন সংগ্রামের কণ্ঠস্বর সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে আল্লাহ সুবহানাহু ওয়াতায়ালা, জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করুন। আমীন...

তিনি আরও লিখেছেন, দেশের স্বাধীনতা-সার্বভৌম ও ইনসাফের জন্য উনার লড়াই আজীবন এ জাতি শ্রদ্ধার সাথে স্মরণে রাখবে। শহীদ জিয়া ও বেগম জিয়ার বাংলাদেশপন্থী রাজনীতিই আগামীর বাংলাদেশের রাজনীতি। এই রাজনীতি হলো- ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে, চাঁদাবাজি, দুর্নীতি, সন্ত্রাস ও মাফিয়াতন্ত্রের বিরুদ্ধে। বেগম জিয়ার মতোই ইনসাফ প্রতিষ্ঠার এই লড়াইয়ে শত জুলুম নির্যাতন সইবো, কিন্তু এই মাটি ছেড়ে যাবো না।

বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডাকসু ভিপি সাদিক কায়েম বলেন, ‘আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছি। তিনি আমাদের এবং দেশের ছাত্র সমাজের প্রতি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ দিয়েছেন।’

সাদিক কায়েম জানান, জুলাই বিপ্লব-পরবর্তী সময়ে ফাসিবাদবিরোধী সব শক্তিকে ঐক্যবদ্ধ থাকার ওপর তারেক রহমান বিশেষভাবে গুরুত্বারোপ করেছেন। তারেক রহমানের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, ‘রাজনীতিতে নিজেদের মধ্যে ভিন্নতা বা বিভাজন থাকাটা গণতান্ত্রিক সৌন্দর্য, কিন্তু বাংলাদেশ এবং জুলাই বিপ্লবের প্রশ্নে আমাদের সবাইকে এক থাকতে হবে।’

বিএনপি, জামায়াতসহ সব ফাসিবাদবিরোধী দল এবং ছাত্রদল-ছাত্রশিবিরসহ সব ছাত্র সংগঠনকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার পরামর্শ দিয়েছেন তারেক রহমান।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2