• NEWS PORTAL

  • শনিবার, ০৩ জানুয়ারি ২০২৬

৮ বছরে প্রায় দ্বিগুণ অর্থ-সম্পদ বেড়েছে আন্দালিভ রহমান পার্থের

কেফায়েত শাকিল

প্রকাশিত: ২০:২৫, ২ জানুয়ারি ২০২৬

আপডেট: ২০:৪২, ২ জানুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
৮ বছরে প্রায় দ্বিগুণ অর্থ-সম্পদ বেড়েছে আন্দালিভ রহমান পার্থের

আন্দালিভ রহমান পার্থ

গত ৮ বছরে বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থের সম্পদ বেড়েছে প্রায় ৭০ লাখ টাকার। যা ২০১৮ সালের তার সম্পদের প্রায় দ্বিগুন। শুধু পার্থের একা নয় এই সময়ে বেড়েছে তার স্ত্রীর সম্পদও। একাদশ জাতীয় সংসদ নির্বাচন ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে আন্দালিব রহমান পার্থের দেওয়া হলফনামা পর্যালোচনা করে এই চিত্র পাওয়া গেছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-১ আসনের প্রার্থী হতে দেওয়া হলফনামায় আন্দালিভ রহমান পার্থ জানিয়েছেন, বর্তমানে তার কাছে ৭৬ লাখ ৪৯ হাজার ৮৯ টাকা নগদ এবং ৭২ লাখ ১৩ হাজার ৫৪৮ টাকা ব্যাংকে রয়েছে। তার নামে বন্ড, ঋণপত্র, কোম্পানির শেয়ার রয়েছে ১৭ লাখ ৪৬ হাজার টাকার। পার্থের গাড়ি রয়েছে ৫৫ লাখ টাকার, আসবাবপত্র রয়েছে ১ লাখ ২৮ হাজার ৩৭৫ টাকার। যার যোগফল তিনি উল্লেখ করেছেন ২ কোটি ২২ লাখ ৩৩ হাজার ১২ টাকা। যা ২০১৮ সালে দেওয়া হলফনামার তুলনায় ৬৮ লাখ ৯১ হাজার ৯৪১ টাকা বেশি। তবে ২০১৮ সালের মতোই নিজের কাছে ১০০ তোলা স্বর্ণ রয়েছে বলে উল্লেখ করলেও তার মূল্য উল্লেখ করেননি তিনি।

অপরদিকে ২০১৮ সালের হলফনামায় আন্দালিভ রহমান পার্থ তার স্ত্রী সন্তানের নামে কোনো সম্পদ না দেখালেও এবারের হলফনামায় তিনি জানিয়েছেন, বর্তমানে তার স্ত্রী শেখ সায়রা শারমিনের কাছে নগদ ২৬ হাজার ২৯৫ টাকা এবং তার নামে ব্যাংকে রয়েছে ১০ লাখ ৪৮ হাজার ৭০৫ টাকা। তার মেয়ে মাহাম সানজিদা রহমানের ব্যাংকে রয়েছে ১ লাখ ৩৬ হাজার ১৯৩ টাকা। এবার তার স্ত্রীর ৭০ ভরি স্বর্ণ রয়েছে বলেও উল্লেখ করা হয়েছে হলফনামায়, যাদিও স্বর্ণের দাম উল্লেখ করা হয়নি।

স্থাবর সম্পত্তির হিসাবে পার্থ জানিয়েছেন, তার নিজের নামে অকৃষি জমি রয়েছে ৪.৪৩ শতাংশ। যৌথ মালিকানায় রয়েছে ১৩.২৯ শতাংশের ১/৩ অংশ। ১/৩ শতাংশ যৌথ মালিকানায় রয়েছে ভবনও। এছাড়া বাড়ি বা এপার্টমেন্ট রয়েছে ১/৩ শতাংশ, যার সবকটির দাম অজানা বলে উল্লেখ করেছেন তিনি। তবে একাদশ সংসদ নির্বাচনের হলফনামায় (আবাসিক বা বাণিজ্যিক) স্থাবর সম্পদের তথ্য দিতে গিয়ে আন্দালিব রহমান জানিয়েছেন, নির্মাণাধীন রয়েছে কিন্তু তার মূল্য লিখেছেন অজানা। আর এটা যৌথ মালিকানার (৩/১ অংশ) উল্লেখ করেছেন। কৃষিজমির পরিমাণ জানাননি পার্থ। আর এসব জমি যৌথ মালিকানাধীন, যা এখনো বণ্টন হয়নি বলে জানান। অকৃষি জমির ঘরে লিখেছেন প্রযোজ্য নয়।

এর আগে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনে লড়তে দেওয়া হলফনামায় বিজেপির চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থ নিজের অস্থাবর সম্পত্তির তথ্যে লিখেছেন, একটি গাড়ি আছে, নগদ ৩১ লাখ এক হাজার ১৯৬ টাকা আছে, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা ৪৩ লাখ ২০ হাজার ৪৫৫ টাকা। বন্ড, ঋণপত্র, স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত ও তালিকাভুক্ত নয় কোম্পানির শেয়ার ১৭ হাজার ৪৬০টি, যার দাম ১৭ লাখ ৪৬ হাজার টাকা। ১০০ তোলা স্বর্ণ আগেও ছিল। পুরনো আসবাবপত্রের দাম দেখিয়েছিলেন এক লাখ ২৪ হাজার ৩৭৫ টাকা।

বিভি/কেএস/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2