• NEWS PORTAL

  • বুধবার, ০৭ জানুয়ারি ২০২৬

এবার যুবদল নেতাকে বাসার উঠানে গুলি করে হত্যা

প্রকাশিত: ২৩:১৫, ৫ জানুয়ারি ২০২৬

আপডেট: ১৬:৪২, ৬ জানুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
এবার যুবদল নেতাকে বাসার উঠানে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাউজান উপজেলায় জানে আলম সিকদার নামে যুবদলের এক সাবেক নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

সোমবার (৫ জানুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নে নিজ বাসার সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাতের খাবারের আগে জানে আলম বাসার গেটের সামনের উঠানে দাঁড়িয়ে ছিলেন। এ সময় পালসার মডেলের একটি মোটরসাইকেলে করে তিন যুবক সেখানে আসে। 
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, মোটরসাইকেলের পেছনে বসা একজন খুব কাছ থেকে জানে আলমকে লক্ষ্য করে পরপর দুই রাউন্ড গুলি করেন। এরপর দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে তারা।

গুলিবিদ্ধ অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ার কয়েক মিনিটের মধ্যেই জানে আলমের মৃত্যু হয়।

নিহত জানে আলম রাউজান উপজেলা যুবদলের সাবেক সিনিয়র সদস্য ছিলেন। স্থানীয় রাজনীতির কিছু ঘটনার পর তিনি বেশ কিছুদিন ধরে সক্রিয় ছিলেন না বলে জানিয়েছেন দলটির একাধিক নেতা। তবে পরিবারের দাবি, তার কোনো ব্যক্তিগত শত্রুতা ছিল না। কেন তাকে লক্ষ্য করে হত্যা করা হলো—তা তারা বুঝতে পারছেন না।

রাউজান থানার এক পুলিশ কর্মকর্তা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। হত্যাকাণ্ডের উদ্দেশ্য এখনও স্পষ্ট নয়। হামলায় অংশ নেওয়া তিনজনকে শনাক্ত করতে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও পর্যালোচনা করা হচ্ছে। প্রাথমিকভাবে ঘটনাটিকে ‘টার্গেট কিলিং’ বলে ধারণা করা হচ্ছে।

ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2